২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৬
শিরোনাম:

ঢাবিতে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আক্তারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে আসা ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করছে বলে অভিযোগ উঠেছে।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় ছাত্রদলের ৭ নেতাকর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জলিল আমিনুল, ফারহান মোহাম্মদ আরিফ, সহ সাধারণ সম্পাদক মুন্সি সোহাগ, এস এম হলের সভাপতি নাসির উদ্দীন শাওন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ছাত্রদলকর্মী জোসেফ আল জুবায়ের।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির ২০-২৫ জন নেতাকর্মী নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন। এর মিনিট তিনেকের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার মুনের নেতৃত্বে লাঠি, স্টাম্প নিয়ে তাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

হামলার সঙ্গে সঙ্গেই সরে যান ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ছাত্রদলের কয়েকজনকে ঘিরে পেটান ছাত্রলীগের নেতাকর্মীরা।