স্টাফ রিপোর্টার: সোমবার(৭-১-২০২৫) দুপুর ২ ঘটিকার সময় উপজেলা হল রুমে অংশীজনদের উপস্থিতিতে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তারের সভাপতিতে আলোচনায় অংশগ্রহণ করেন, মোঃ মামুন শরীফ সহকারী কমিশনার (ভূমি) প্রফেসর গীতা রানী ঘোষ অধ্যক্ষ গজারিয়া সরকারি কলেজ, মোঃ জাকির হোসেন মাধ্যমিক শিক্ষা অফিসার, শাহনাজ পারভিন উপজেলা শিক্ষা অফিসার, মোঃ মনসুর আলম উপজেলা সমাজসেবা কর্মকর্তা । উল্লেখ্য, বন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলমান থাকবে।
স্থানীয় জনগণ এবং স্কুল সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক দল অংশগ্রহণে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পরিবেশ দূষণে ভয়াবহতা উপস্থিত বক্তারা তুলে ধরেন।