২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫১
শিরোনাম:

সুনামগঞ্জে তারেক রহমানের উপহার পেলেন আন্দোলনে আহত ছাত্রদল নেতা মহিম উদ্দিন

সুনামগঞ্জে তারেক রহমানের উপহার পেলেন আন্দোলনে আহত ছাত্রদল নেতা মহিম উদ্দিন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জে আন্দোলনে আহত পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মহিম উদ্দিনকে,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান প্রদত্ত ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে জননেতা তারেক রহমানের প্রেরিত উপহার সামগ্রী তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম। জেলা ছাত্রদলের সদস্যসচিব তারেক রহমান, যুগ্ম আহবায়ক হুশিয়ার আহমেদ, সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রদল আহবায়ক পাপন আহমেদ,ছাত্রদল নেতা রাহুল আহমেদ,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়া,আনোয়ার আলম,সদস্য নুরজালাল মন্টি,

আব্দুল কাইয়ূম সৌরভ চৌধুরী,সদস্য সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকদল ও পৌর সেচ্ছাসেবক দল সদস্য মুন্না আহমেদসহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চলাকালীন ২০১৫ সালের ৫ জানুয়ারি, সুনামগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল এর নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে জেলা বিএনপি একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি ট্রাফিক পয়েন্ট এর দিকে অগ্রসর হলে কামারখালি ব্রীজের নিকটে পৌছামাত্র শান্তিপূর্ণ ঐ মিছিলে পুলিশ বাহিনীর গুলি চালায়। এতে ডান চোখ নষ্ট হয়ে গুরুতর আহত হন সুনামগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য মোঃ মহিম উদ্দিন।

উপহারসামগ্রী পেয়ে জননেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আহত মোঃ মহিম উদ্দিন বলেন, আমি ধন্য কৃতজ্ঞ ও দলের জন্য গৌরববোধ করছি।আমার নেতা আমার খোঁজখবর নিয়েছেন এবং ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছাসহ আমাকে উপহার প্রদান করেছেন। আশা করি দলের সকল সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মত তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এমনিভাবেই স্মরণ করবেন।

Loading