১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:১১
শিরোনাম:

সারাবিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ৩০ লাখ ছাড়ালো, মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৫৯৭ জন

গতরাতেই শনাক্তের সংখ্যা ৩ মিলিয়ন অতিক্রম করে। সকাল সাড়ে ৮টায় শনাক্তের সংখ্যা ছিলো ৩০ লাখ ৬৫ হাজার ২০০। ওয়ার্ল্ডোমিটার

এ পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৯ লাখ ২২ হাজার ৩৮৭ জন।

যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ১০ লাখ ১০ হাজার ৩৫৬।

স্পেন ২ লাখ ২৯ হাজার ৪২২, ইটালি ১ লাখ ৯৯ হাজার ৪১৪, ফ্রান্স ১ লাখ ৬২ হাজার ১০০, জার্মানি ১ লাখ ৫৮ হাজার ১৪২, যুক্তরাজ্য ১ লাখ ৫২ হাজার ৮৪০ ও তুরস্কে ১ লাখ ১২ হাজার ২৬১।

ইরান ৯১ হাজার ৪৭২, রাশিয়া ৮৭ হাজার ১৪৭, চীন ৮২ হাজার ৮৩০ ও ব্রাজিলে ৬৩ হাজার ৩২৮।

কানাডা ৪৮ হাজার ২২৯, বেলজিয়াম ৪৬ হাজার ৬৮৭, নেদারল্যান্ড ৩৮ হাজার ২৪৫, সুইজারল্যান্ড ২৯ হাজার ১৬৪, ভারত ২৮ হাজার ৩৮০, পেরু ২৭ হাজার ৫১৭, পর্তুগাল ২৪ হাজার ২৭ ও ইকুয়েডরে ২২ হাজার ৭১৯।

অন্য দেশগুলোতে করোনা শনাক্তের সংখ্যা ২০ হাজারের নিচে।

তালিকার একদম শেষে রয়েছে ইয়েমেন, শনাক্তের সংখ্যা ১।

এর আগে রয়েছে সেইন্ট পিয়েরে মিকুয়েলন, সেখানেও শনাক্তের সংখ্যা ১।