৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৮
শিরোনাম:

‘সবার সহযোগিতায় ডেঙ্গু নির্মূলও সম্ভব’

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ডেঙ্গু বিষয়ক সচেতনতা সৃষ্টি ও মশক নিধন কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ^বিদ্যালয়ের রফিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

উপমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে যেমনভাবে কাঠোর আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছে, ঠিক একইভাবে সবার সহযোগিতায় ডেঙ্গুর প্রকোপও নির্মূল করা সম্ভব হবে। ডেঙ্গুর বিস্তার রোধে ইতিমধ্যে সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে।’

মহিবুল বলেন, ‘দীর্ঘমেয়াদীভাবে ডেঙ্গুর বিস্তার রোধ ও নির্মূল করার জন্য দেশের বিভিন্ন গবেষক, চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিশেষজ্ঞদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সিটি করপোরেশন ও বিভিন্ন এজেন্সি একত্রে কাজ করবে। সরকারের প্রচেষ্টার পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজ নিজ আঙ্গিনা ও আবাসস্থল পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করতে হবে, এতে করে স্বল্পসময়ের জন্য হলেও ডেঙ্গু থেকে আমরা মুক্তি পাবো।’

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শুধু ঔষুধ প্রয়োগ করে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব নয়, এজন্য প্রয়োজন সবার মধ্যে জনসচেতনতা। যে যার আবাসস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে এই দুর্যোগ মেকোবেলা করতে পারি। এজন্য সকলকে এগিয়ে আসতে হবে।’

রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া। এছাড়াও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু জাফর মোহাম্মদ রুহুল মোমেন, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল আলীম, জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদ, প্রক্টর ড. মোস্তফা কামাল, ন্যাশনাল মেডিকেল কলেজের কনসালটেন্ট ড. মিজানুর রহমান কল্লোল প্রমুখ বক্তব্য দেন।