জাতীয় দলের হয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জায়গা না পাওয়া ভারতীয় স্পিনার অশ্বিনের আরো একটি খারাপ খবর শুনতে হচ্ছে। আইপিএলের এবারের আসরে তার দল কিংস ইলেভেন পাঞ্জাব তাকে ছেড়ে দিবে বলে ইঙ্গিত দিয়েছে। গতবার দলটির অধিনায়ক ঘোষণা করা হলেও এবার তাকে ছাড়ার পরিকল্পনা করছে প্রীতি জিনতার দলটি। আর এ সপ্তাহেই তার ভাগ্য জানা যাবে বলে জানিয়েছে দলটি।
২০১৮ সালে আইপিএলের মৌসুমে ৭.৮ কোটি রূপিতে পাঞ্জাব নিয়েছিল অশ্বিনকে। গত দুই মৌসুম খেলেছেন এই দলটিতে। আইপিএলের পুরো আসরে ১৩৯ ম্যাচ খেলে ১২৫ উইকেট নিয়েছেন তিনি। পাঞ্জাবের জার্সিতে ২৮ ম্যাচ খেলে নিয়েছেন ২৫ উইকেট। পাঞ্জাব যদি অশ্বিনকে ছেড়ে দেয় সেক্ষেত্রে তাকে নিতে পারে দিল্লি ক্যাপিটালস কিংবা রাজস্থান রয়েলস।