ভারতে ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে দুই পুলিশ কর্মকর্তার মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজ থানার অধীনে। আর সেই মারামারির ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার হতেই তা ভাইরাল হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, কে কত টাকা ঘুষ নেবে তা নিয়ে দুই পুলিশের মধ্যে শুরু হয় বিতর্ক।
একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ৩২ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটি প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ গাড়ি থেকে নেমে অন্য আরেক পুলিশকে থাপ্পড় মারছেন। তার পরই শুরু হয় লাঠি নিয়ে মারামারি।
অপরাধ বিভাগের এসপি আশুতোষ মিশ্র জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুন: https://twitter.com/ANINewsUP/status/1161256328750350337