হিলি বন্দরের পাইকারি বাজারে প্রতিদিনই পেঁয়াজের দাম ওঠা-নামা করছে। গত সপ্তাহে পাইকারি বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৮ থেকে ৪১ টাকা কেজি দরে, এক সপ্তাহের ব্যবধানে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৯ থেকে ৩২ টাকা কেজি দরে। ডিবিসি নিউজ ৯:০০
গত তিন দিনের ব্যবধানে কেজি প্রতি ৯ থেকে ১০ টাকা দাম কমেছে।
কোরবানি ঈদের পর থেকেই হিলি বন্দরের পাইকারি বাজারে প্রতিদিনই পেঁয়াজের দাম ওঠা নামা শুরু করেছে। ঈদের ছুটির পরেই হঠাৎ করেই পেঁয়াজের দাম কমতে শুরু করে।
আমদানিকারা বলেন, ভারতে পেঁয়াজ উৎপাদিত এলাকা কানপুর, বিহার, রাজস্থান, গুজরাট, সুজানগরে বন্যার কারণে আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের মোকামগুলোতে পেঁয়াজের দাম ওঠানামা করায় তার প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারে।
তবে, আমদানি করা পেঁয়াজের মান খারাপ হওয়ায় দাম কম বলে জানায় ক্রেতারা। অন্যদিকে, হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ বেড়ে গত সপ্তাহে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। এখন তা বাড়িয়ে ২০ থেকে ২৭ ট্রাক পেয়াজ আমদানি হচ্ছে।
বন্দর সূত্র মতে, গত তিন কর্মদিবসে হিলি স্থলবন্দর দিয়ে ৮৭ ট্রাকে ২ হাজার ৮৫ টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। সম্পাদনা : কায়কোবাদ মিলন