অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হয়েছিলো। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পর টেস্ট ক্রিকেটের নতুন এ সংযোজনে নাম লিখিয়েছিলো ভারত-ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় সিরিজে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা আকর্ষণীয় এ সংযোজন ব্যবহার করে। আর চতুর্থ সিরিজ হিসেবে বাংলাদেশ-আফগানিস্তানের ক্রিকেটাররাও নাম লেখা টি-শার্ট পরে মাঠে নামবে।
বৃহস্পতিবার সকাল দশটায় ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে লংগার ভার্সনে এটাই প্রথম দেখা। আফগানিস্তান এর আগে মাত্র দুটি টেস্ট খেলেছে। প্রথমদি ভারতের বিরুদ্ধে এবং দ্বিতীয়টি আয়ারল্যান্ডের বিরুদ্ধে।
বাংলাদেশ সফরে এই একটিমাত্র টেস্ট খেলবে আফগানিস্তান। এরপর জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলবে দুদল।