মালয়েশিয়ায় বেতনের টাকা না পেয়ে মালিককে পিটিয়ে হত্যা করেছে নেপালি প্রবাসী। এই ঘটনার জড়িত থাকার অভিযোগে দুই নেপালিসহ স্থানীয় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুয়ালালামপুর পেতালিংজায়া পুলিশের ওসিপিডি মোহাম্মদ যায়নি সি দিন জানান, মঙ্গলবার ৩ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল ৩টার সময় পেতালিংজায়ার একটি অভিজাত কনডোমনিয়ানে সিকিউরিটি কাজে কর্মরত নেপালি বকেয়া বেতনের জন্য কথা কাটাকাটির একপর্যায়ে হেলমেট দিয়ে আঘাত করে বলে সিসিটিভির ফুটেজ দেখা যায়। পরবর্তিতে নিহত মালয়েশিয়ান নাগরিক চাইনিজ লি পো মিংয়ের (৫৪) দেহ টয়লেট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, বকেয়া বেতনের জন্য তাকে তাকে হত্যা করা হয়েছে।