বলিউডের চৌকাঠ পেরিয়ে তিনি নিজের প্রতিভার জোরে বিশ্ব জয় করেছেন। কিন্তু তা বলে বাস্তবের জমি থেকে পা সরে যায়নি প্রিয়াঙ্কা চোপড়ার।
সম্প্রতি Vanity Fair তাকে ও নিক জোনাসকে ২০১৯ সালের বেস্ট ড্রেসড পিপল পুরস্কার দিয়েছে।
সেই সূত্রেই তাদের দেওয়া একটি সাক্ষাত্কারে প্রিয়াঙ্কা জানালেন, হিন্দু মতে বিয়ের সময়ে নিক তার গলায় যে মঙ্গলসূত্র পরিয়েছিলেন এবং তার বাবা যে হিরের আংটি তাকে উপহার দিয়েছিলেন, সেই দুটি জিনিস তার জীবনের অমূল্য সম্পদ। এখানেই শেষ নয়।
প্রিয়াঙ্কা আরও জানান, তার বাবা একটা সময় তাকে সোনার কয়েন উপহার দিয়েছিলেন। তিনি যেখানেই যান না কেন ওই কয়েনগুলো সব সময় সঙ্গে রাখেন। তার বিশ্বাস সোনার সেই কয়েনগুলোই তার লাকি চার্ম।
সাক্ষাৎকারে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়েও কথা বললেন প্রিয়াঙ্কা। জানালেন, ভীষণ আঁটোসাঁটো পোশাক এবং ব্যান্ডেজ ড্রেস তার এক্কেবারেই অপছন্দ। স্টাইল আইকন হিসেবে তার সব সময়ের পছন্দ অড্রি হেপবার্ন এবং মেরিলিন মোনরো।