৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১২:০৪

বাসের ধাক্কায় অটো চালকের মৃত্যু

উত্তম কুমার হাওলাদার কলাপাড়া প্রতিনিধি : ০৭ সেপ্টেম্বর।। কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় অটো চালক শহিদ সিকদারের (৪২) মৃত্যু হয়েছে। শনিবার সকালে সাকুরা পরিবহনের একটি বাস বান্দ্রা নামক স্থানের সড়কে মোড় ঘুরতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। মৃত অটো চালক আমতলী পৌরসভার খাদ্যগুদাম এলাকার কাদের শিকদারের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূতে জানা যায়, আটোরিক্সাটি আমতলী থেকে কলাপাড়ায় আসতেছিল। এসময় কুয়াকাটাগামী সাকুরা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-৪৫৯৯) বেপড়োয়া গতিতে আমতলী বান্দ্রা বাজারের মোড় ঘুরতে গিয়ে অটোরিক্সাটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ অটো বাইকটি দুমড়ে মুচরে সড়কের পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অটো

চালককে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কলাপাড়া থানার ওসি মো.মনিরুল ইসলাম সাংবাদিকদের জানায়, নিহতের লাশ এবং ঘাতক বাসটি আমতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।