২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৮
শিরোনাম:

প্রধানমন্ত্রী নিজে থেকে এন্ড্রু কিশোরকে দশ লাখ টাকার চেক দিয়েছেন,

গণভবনে ডেকে চিকিৎসার জন্য কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এমন খবর ও ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দ্রুত ছড়ালে প্রশ্নবিদ্ধ হন গায়ক এন্ড্রু কিশোর । অনেকেরই প্রশ্ন ছিল, এন্ড্রু কিশোরের মতো সামর্থ্যবান শিল্পীর কেন অনুদান গ্রহণ করতে হবে? অনেকে জানতে চান, তিনি আসলেই কি অসুস্থ?

দ্বিতীয় প্রশ্নের জবাব পাওয়া গেছে অনেক আগেই। এবার প্রথম প্রশ্নটিই যেন খোলাসা করে দিলেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘মূলত এ টাকা প্রধানমন্ত্রী এন্ড্রু কিশোরকে স্নেহভরে দিয়েছেন। প্রথমে টাকা নিতে না চাইলেও প্রধানমন্ত্রীর অনুরোধে এটি তিনি গ্রহণ করেন।’

সামিনা চৌধুরী আরো বলেন, ‘বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর দা’কে ডাকা হয়েছিল একটা প্রোগ্রামের ব্যাপারে আলাপ করার জন্য! এন্ড্রু দা মাস খানেক ধরে হরমোনের সমস্যায় জর্জরিত! উনার ছোটবেলা থেকেই এই সমস্যা ছিল! তবে এখন উনার ওজন বেশ কমে গিয়েছে! ত্বকের রংও পরিবর্তন হয়ে গেছে। এটা জানার পর প্রধানমন্ত্রী নিজে থেকে দাদাকে দশ লাখ টাকার একটি চেক দিয়েছেন। এন্ড্রু ‘দা নিতে না চাইলে প্রধানমন্ত্রী তাকে বলেন যে, চেকটি তিনি বড় বোন হিসেবে দিতে চাইছেন!’

‘একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি নিজে থেকে কাউকে কিছু দিতে চান, সেটা উপেক্ষা করা তাকে অসম্মান করাও বৈকি। আমি যতোটুক জেনেছি, টাকার ব্যাপারটা এটুকুই।’

তিনি আরও বলেন, ‘আমরা অনেক কষ্টে একজন করে ক্ষণজন্মা মৌলিক কণ্ঠশিল্পী পাই। তাকে ভালোবাসা দিয়ে মনে সাহস দিয়ে বাঁচতে এবং গান গেয়ে যেতে সাহায্য করা যে আমাদেরই দায়িত্ব! দশ লাখ টাকার জন্য যে এন্ড্রু দার মতো শিল্পী কারো কাছেই টাকা চাইবেন না, এ ব্যাপারে অন্তত আমি নিশ্চিত। আমি তার স্নেহধন্য ছোট বোন, সব সময় তাদের স্নেহের ছায়ায় আছি, থাকতে চাই আজীবন।’

এদিকে গত সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার একটি ফ্লাইটে উন্নততর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন এন্ড্রু কিশোর।

এন্ড্রু কিশোরের সফরসঙ্গী ও চিকিৎসা সমন্বয়ক কণ্ঠশিল্পী জাহাঙ্গীর জানান, দেশের চিকিৎসকদের পরামর্শ নিয়ে দুই সপ্তাহ আগেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেয়া হয়েছে। তাদের সঙ্গে এন্ড্রু কিশোরের স্ত্রীও আছেন।

নতুন কোনো জটিলতা তৈরি না হলে শনিবার ১৪ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে বরেণ্য এই শিল্পীর।