২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৩
শিরোনাম:

দ্বিতীয় পর্বের খেলা সাগরিকায় আজ টাইগার একাদশে নতুন মুখ থাকছে?

সিরিজ খেলছে তিন দল। কিন্তু ভেন্যু দুটি। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের গ্রুপপর্ব এখনো শেষ হয়নি। দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ‘সাগরিকা খ্যাত’ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম দুটি ম্যাচ শেষে বাংলাদেশ দলে এসেছে বিস্তর পরিবর্তন। তাই আজকের একাদশে দেখা যেতে নতুন মুখ। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে ‘আফিফ বীরত্বে’ জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। আজ তাই ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবেন মাসাকাদজারা। অন্যদিকে প্রথম ম্যাচ জিতলেও আফগানদের কাছে ধরাশায়ী হয়েছিলো বাংলাদেশ। ফাইনালের পথ পরিষ্কার রাখতে আজ জযের কোনো বিকল্প নেই সাকিবদের।

দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল আছেন ছুটিতে। ফর্ম করতে না পারায় বাদ পড়েছেন তামিমের সঙ্গী সৌম্য সরকারও। তাই আজকের একাদশে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে দেখা যেতে পারে নতুন মুখ নাঈম শেখকে। তাছাড়াও লিটনকে নীচে খেলিয়ে তরুণ তুর্কি নাজমুল হোসেন শান্তকে নাঈমের সঙ্গী হিসেবে ইনিংস শুরু করানো দেখতে পারেন।

পাশাপাশি পেসার রুবেলকেও দেখা যেতে পারে আজকের একাদশে। লেগস্পিনার হিসেবে পরিচিতি পাওয়া আমিনুল ইসলাম বিপ্লবেরও অভিষেক হতে পারে আজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাঈম শেখ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, আমিনুল ইসলাম বিপ্লব ও সাইফউদ্দীন।