৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৯
শিরোনাম:

যুবলীগ নেতা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া র‍্যাবের হাতে আটক

ঢাকা মহানগর যুবলীগ  জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‌্যাব। বুধবার (১৮ সেপ্টেম্বর) গুলশান-২ এর ৪৯ নম্বর রোডের ৪ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের পর গুলশানের বাসাতেই খালেদ মাহমুদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র‌্যাব সদর দপ্তর সূত্রে জানা গেছে।

খালেদ মাহমুদ রাজধানী মতিঝিলের ফকিরাপুল এলাকায় ‘ইয়াং ম্যান্স ক্লাব নামে একটি অবৈধ ক্যাসিনো চালান বলে জানা গেছে। আজ বিকাল ৫টা থেকে অবৈধ ওই ক্যাসিনোতে অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই ক্যাসিনো থেকে ১৪২ জনকে আটক করা হয়।