৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৮
শিরোনাম:

বেলি ডান্সে নেট দুনিয়া কাঁপালেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ (ভিডিও)

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। এবার তিনি কালো রঙের জমকালো পোশাক পড়ে মেতেছেন বেলি নৃত্যের ‘সিগনেচার স্টেপ’-এ। তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই হুমড়ি খেয়ে পড়েন তার ভক্তরা।

এদিকে নায়িকার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে নায়িকার শরীরে মেদের চিহ্নমাত্র নেই। চোখে মুখে হাসি যেন ঠিকরে বের হচ্ছে। সোমবার আন্তর্জাতিক ‘কার্ব দিবস’ উপলক্ষে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এমনই এক বুমেরাং ভিডিও শেয়ার করেছেন ভারতীয় এই অভিনেত্রী।

কিন্তু হঠাৎ কেন এত খুশি তিনি? কারণটা অবশ্য নিজেই বলে দিয়েছেন। ওই ভিডিও’র ক্যাপশনে তিনি লিখেছেন, আমার মুড, যখন আমায় কেউ বলে যে আজ আমি কার্বোহাইড্রেট খেতে পারব।