২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৫
শিরোনাম:

পর্যটক হয়রানী বন্ধে কুয়াকাটায় ফটোগ্রাফারদের সাথে মতবিনিময়

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পর্যটকদের হয়রানী বন্ধে ও সেবার মান নিশ্চিত করতে ফটোগ্রাফারদের নিয়ে মতবিনিময় সভা করেছে পুলিশ। বুধবার দুপুরে কুয়াকাটা চৌরাস্তারার পুলিশ বক্সে এ সভা অনুষ্ঠিত হয়।মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মো.সোহেল আহম্মেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা, কুয়াকাটা প্রেসক্লাবের
সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু।

বক্তারা আগত পর্যটকদের সাথে ফটোগ্রাফারদের আচরণবিধি, ছবির মুল্য নির্ধারণ, ছবির প্রিন্ট ও তোলার ক্ষেত্রে অতিরিক্ত টাকা ধার্য না করা এবং পর্যটকদের সাথে ভালো ব্যবহার করাসহ দিকনির্দেশনামুলক পরামর্শ দেন। এছাড়া ফটোগ্রাফারদের নির্ধারিত পোশাক পরিধান ও মাদক থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়।

এসময় মহিপুর থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুল আলম, এস আই হাফিজুর রহমান, এস আই বেল্লাল হোসেন, এস আই মো. আলম, সাংবাদিক হোসাইন আমির সহ প্রায় শতাধিক ক্যামেরাম্যান উপস্থিত ছিলেন ।