২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৮:৪২
শিরোনাম:

বাবার পিস্তলের গুলিতে পুলিশ ডিসির ছেলে সাদিকের মৃত্যু

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা অপরাধ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের ছেলে গুলিতে নিহত হয়েছেন। বাবার লাইসেন্স করা পিস্তলের গুলিতে তিনি মারা যান বলে জানা গেছে।

সোমবার সকাল দিকে রাজধানীর আজিমপুরে সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর ভবনে এই ঘটনা ঘটে। নিহতের নাম সাদিক। তিনি সিটি কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্র ছিলেন।

লালবাগ থানার এসআই নাহিদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি কি আত্মহত্যা না অন্য কিছু তা এখনো জানা যায়নি।