সোমবার রাত ১০টা থেকে শুরু হওয়া অভিযান মঙ্গলবার সকালে শেষ হয়। অভিযান শেষে র্যাব এ খবর জানায়। গতকাল সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের ব্যাংককগামী ফ্লাইট থেকে নামিয়ে তাকে আটক করা হয়। এরপর সেলিম প্রধানের গুলশান অফিসে অভিযান চালাচ্ছে র্যাব।
অভিযোগ রয়েছে, সেলিম প্রধান অনলাইন ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত। তিনি ক্যাসিনোর টাকা বিদেশে পাচার করতেন। র্যাব জানায়, আজ তাকে পুলিশে হস্তান্তর করা হবে।