বাংলা চলচ্চিত্রের এ প্রজন্মের দুই তারকা সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা সাহা মীম। দুজনেই ভিষণ ব্যস্ত। সেই ব্যস্ততা এবার তারা একসঙ্গে উপভোগ করতে চলেছেন। অর্থাৎ বড়পর্দায় জুটি বাধতে চলেছেন সিয়াম ও মীম। খবর সত্যি হলে, এটি হবে এ জুটির প্রথম ছবি। যদিও নাম এখনো ঠিক হয়নি। আপাতত জানা গেছে, ছবিটির পরিচালনার চেয়ারে রয়েছেন তরুণ নির্মাতা রায়হান রাফি।
পরিচালক জানান, আগামী ২৬ অক্টোবর থেকে ছবির শুটিং শুরু হবে। অভিনেত্রী মীম ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। সদ্যই তিনি শেষ করেছেন এই পরিচালকের ‘পরান’ ছবির কাজ। সেখানে তার নায়ক ইয়াশ রোহান। এরই মাঝে চুক্তিবদ্ধ হলেন রায়হান রাফির আরেকটি ছবিতে। এ প্রসঙ্গে মীম বলেন, ‘রাফির পরিচালনায় ‘পরান’ ছবিতে কাজের অভিজ্ঞতা দারুণ। তাই এ ছবিটিতেও সই করলাম।’
তবে সিয়ামকে পেতে শর্ত বেঁধে দিয়েছিলেন তিনি। জানিয়েছেন, ২৬ অক্টোবর ছবির শুটিং শুরু হলে দুই ধাপে তা শেষ করতে হবে। তাহলে তিনি কাজ করবেন। সিয়ামের কথায়, ‘ছবিটি নিয়ে পরিচালকের সঙ্গে কয়েক দিন বসেছি। গল্প শুনেছি। এখনো চুক্তি হয়নি। ছবিতে আমার চরিত্রটি ঠিকঠাক বুঝে নিচ্ছি। কাজ করার বিষয়টিও অনেক দূর এগিয়েছে। আলোচনা মোটামুটি চূড়ান্ত। খুব শিগগির চুক্তি করে ফেলব।’
অন্যদিকে পরিচালক রায়হান রাফি বলেন, ‘সিয়াম ছবির চিত্রনাট্য পড়ে কাজ করার ব্যাপারে মত দিয়েছেন। আগামী দুই-এক দিনের মধ্যে চুক্তি হয়ে যাবে।’ ছবির গল্প সম্পর্কে তিনি জানান, ‘সীমান্তবর্তী অঞ্চলের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য।’
প্রসঙ্গত, রায়হান রাফির পরিচালনায় এর আগে ‘পোড়ামন টু’ ও ‘দহন’ ছবি দুটিতে অভিনয় করেছেন নায়ক সিয়াম আহমেদ। দুটিই ব্যবসাসফল। ওই দুটি ছবিতে সিয়ামের নায়িকা ছিলেন পূজা চেরি। এবার জুটি বাঁধছেন বিদ্যা সিনহা মীমের সঙ্গে। পরিচালক রাফির সঙ্গে মীমের এটি দ্বিতীয় ছবি হতে চলেছে। কাজেই এবার সিয়াম-মীমের রসায়ন দেখতে অপেক্ষায় দর্শক।