নিউজ ডেস্ক : সিরাজগঞ্জ সদরের বাঘবাটি গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম। ঢাকায় রিকশা চালান। অবসরে গান করেন। গত ১ অক্টোবর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জহুরুলের গাওয়া মান্না দের ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ রীতিমতো ভাইরাল হয়েছে। এস এম সুজা উদ্দিনের ফেসবুকে গানটির ভিডিও মাত্র ১৭ ঘণ্টায় দেখা হয়েছে পাঁচ লক্ষাধিক বার। শেয়ার করা হয়েছে ৩০ হাজারবারেরও বেশি। কালের কন্ঠ
সুযোগ পেলে গানে নিয়মিত হওয়ার চ্ছা আছে বলেও জানিয়েছেন জহুরুল। কেউ চাইলে যাতে সুযোগ দিতে পারেন সে জন্য তাঁর ব্যক্তিগত মোবাইল নাম্বারও [01751337992] ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন সুজা উদ্দিন।
গান গেয়ে ভাইরাল হওয়া রিক্সাচালক জহুরুল। আজম খান থেকে মান্না দে যে কোন বিখ্যাত শিল্পীর গান অনায়াসে গলায় তুলতে পারে।
Gepostet von Hossain Ahmed am Freitag, 4. Oktober 2019