৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৭
শিরোনাম:

মান্না দের গান গেয়ে ভাইরাল রিকশাচালক বাঘবাটি গ্রামের বাসিন্দা জহুরুল (ভিডিও)

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জ সদরের বাঘবাটি গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম। ঢাকায় রিকশা চালান। অবসরে গান করেন। গত ১ অক্টোবর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জহুরুলের গাওয়া মান্না দের ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ রীতিমতো ভাইরাল হয়েছে। এস এম সুজা উদ্দিনের ফেসবুকে গানটির ভিডিও মাত্র ১৭ ঘণ্টায় দেখা হয়েছে পাঁচ লক্ষাধিক বার। শেয়ার করা হয়েছে ৩০ হাজারবারেরও বেশি। কালের কন্ঠ

ভিডিওতে দেখা গেছে, জহুরুল মাথায় ক্যাপ পরে ফুটপাতে বসে আছেন। সামনে রিকশা। পাশ থেকে ভেসে আসছে গিটারের আওয়াজ। তার সঙ্গে গলা মিলিয়ে গাইছেন মান্না দের গানটি। জহুরুল বলেন, ‘টাকার অভাবে এসএসসি পরীক্ষা দিতে পারিনি। বাবা নেই। মা-ও অসুস্থ। তাই বাধ্য হয়ে রিকশা চালাই। তবে অন্তরে গান ধারণ করি। শ্রীকান্ত আচার্য্য, কিশোর কুমার, লতা মুঙ্গেশকর, আমাদের দেশের সুবীর নন্দী, আব্দুল হাদী স্যারদের গান গাইতে পারি।’

সুযোগ পেলে গানে নিয়মিত হওয়ার চ্ছা আছে বলেও জানিয়েছেন জহুরুল। কেউ চাইলে যাতে সুযোগ দিতে পারেন সে জন্য তাঁর ব্যক্তিগত মোবাইল নাম্বারও [01751337992] ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন সুজা উদ্দিন।

গান গেয়ে ভাইরাল হওয়া রিক্সাচালক জহুরুল। আজম খান থেকে মান্না দে যে কোন বিখ্যাত শিল্পীর গান অনায়াসে গলায় তুলতে পারে।

Gepostet von Hossain Ahmed am Freitag, 4. Oktober 2019