নিউজ ডেস্ক: মোহাম্মদপুরে বিহারী ক্যাম্পে মোস্তাকিম কাবাব রেস্টুরেন্টের পাশে শনিবার দুপুরে বিহারীদের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের নেতাকর্মীদের দফায় দফায় এ সংঘর্ষ হয়। এ সময় বিহারীরা এবং কাউন্সিলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে বেশ কয়েক জায়গায় আগুন ধরিয়ে দেয়। সময় টিভি, বিডি জার্নাল
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করে। তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) আনিসুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনি বলা যাচ্ছে না।