৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৫

প্রথমবার জুটি বাঁধছেন বলিউডের হৃত্বিক রোশন-আনুশকা শর্মা

নিউজ ডেস্ক: রোহিত শেঠি এবং ফারাহ খান বলিউডের এই দুই পরিচালক এবার এক ছবিতে কাজ করছেন। অমিতাভ বচ্চনের সুপারহিট ছবি ‘সত্তে পে সত্তা’ রিমেক হবে। আর সেই ছবিতেই একসঙ্গে কাজ করবেন তারা। -সারাবাংলা

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে থাকা জনপ্রিয় তারকা হৃত্বিক রোশন। তবে হৃত্বিক এখনো এই খবরের সত্যতা নিশ্চিত করেননি। একইভাবে বলা হচ্ছিল ছবির মূল নারী চরিত্রে অভিনয় করবেন দীপিকা অথবা আনুশকার মধ্যে যেকোন একজন।

সর্বশেষ খবর হলো, ‘সত্তে পে সত্তা’র রিমেকের জন্য নিশ্চিত হয়েছেন আনুশকা শর্মা। আনুশকাও এই খবর নিশ্চিত করেছেন। আর এমনটা হলে হৃতিক আর আনুশকা প্রথমবারের মতো জুটি বাঁধবেন কোন ছবিতে।

প্রযোজনা সূত্রে জানা গেছে, ২০২০ সালের শুরুর দিকে ছবিটির কাজ শুরু হবে আর মুক্তি পাবে তার পরের বছরের শুরুর দিকে।

হৃত্বিক বর্তমানে ওয়ার ছবির তুমুল সাফল্যে ভাসছেন। ছবিটি বক্স অফিসে দুর্দান্ত স্কোর করছে। হৃত্বিক আর টাইগার শ্রফ অভিনীত এই ছবি ইতিমধ্যে আয়ে ৩০০ কোটির ঘর ছাড়িয়েছে।

অন্যদিকে, আনুশকাকে শেষবার দেখা গেছে আনন্দ এল রাইয়ের জিরো ছবিতে শাহরুখ খানের বিপরীতে। যদিও ছবিটি আশারনুরূপ ব্যবসা করতে পারেনি।