৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:০০
শিরোনাম:

শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী কলাপাড়ায় র‌্যালী ও আলাচেলা সভা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  “আন্দোলন, সংগ্রাম ও সফলতা ৫০ বছর” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা ও পৌর শহর শাখা শ্রমিকলীগের উদ্যোগে একটি বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৫০তম প্রতিষ্ঠা উদযাপন উপলক্ষ্যে দিনের শুরুতেই দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা
হয়।

এরপর বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.সুলতান মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রকিবুর আহসান ও কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমূখ। অনুষ্ঠানের
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি তোফাজ্জল হোসেন। এসময় উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।