আগামী মাসে মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ মালহোত্রা ও তারা সুতারিয়া অভিনীত মারজাভা। এরই মধ্যে নির্মাতারা মুক্তি দিয়েছেন একাধিক গানের ভিডিও। ইন্টারনেটে সেসব গান উত্তেজনা ছড়িয়েছে।
কদিন আগে মুক্তি পায় এ ছবির গান এক তো কুম জিন্দেগানি গানটি। এতে কণ্ঠ দিয়েছেন হালের জনপ্রিয় তারকা নেহা কাক্কার ও যশ নারভেকার। টি-সিরিজের ব্যানারে মুক্তি পাওয়া গানটি এরই মধ্যে শ্রোতাদের মন জয় করেছে। মিউজিক ভিডিওতে নেচে ঝড় তোলেন দিলবারখ্যাত নোরা ফাতেহি।
নোরা ফাতেহির পর একই গানে নেচে আবেদন ছড়ালেন নাচের রিয়েলিটি শো ড্যান্স ইন্ডিয়া ড্যান্স-এর পঞ্চম মৌসুমের বিজয়ী আসামকন্যা প্রণীতা স্বরগিয়ারি।
প্রায় বিভিন্ন জনপ্রিয় গানের তালে নেচে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন প্রণীতা। প্রকাশ করেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও। এবার ইউটিউবে প্রণীতার এক তো কুম জিন্দেগানি গানের নাচ অন্তর্জালে ঝড় তুলল। এরই মধ্যে প্রণীতার ভিডিওটি ভিউ পেয়েছে সাড়ে চার লাখের বেশি।
২২ নভেম্বর মুক্তি পাবে মারজাভা। এতে সিদ্ধার্থ-তারা ছাড়াও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, রাকুল প্রীত সিং, শাদ রাঁধাবা, রবি কিষান, বীরেন্দর সিং ঘুমন, বিক্রমজিৎ কনরপাল প্রমুখ।
প্রায়ই ইনস্টাগ্রামে নিজের ফটোশুট ও নাচের ভিডিও শেয়ার দেন প্রণীতা। সেগুলো দর্শন করেন হাজারো দর্শক। এ নৃত্যশিল্পীর ভক্তকুল ক্রমেই বাড়ছে। তার নাচের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
ভিডিও: