বুধবার রাজধানীর শ্যামপুর এলাকা থেকে অপরাধী চক্র ‘ফইন্নি গ্রুপ’-এর ৬ সদস্যকে আটক করে র্যাব সংগৃহীত ছিনতাইয়ের পাশাপাশি তারা মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বেশকিছু অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত
রাজধানীর শ্যামপুর এলাকা থেকে একটি অপরাধী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে তাদের আটক করা হয়।
‘ফইন্নি গ্রুপ’ নামে একটি অপরাধী চক্রের এই সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে র্যাব-১০।
র্যাব আরও জানায়, ছিনতাইয়ের পাশাপাশি তারা মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বেশকিছু অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে শ্যামপুর থানায় একটি মামলা করা হয়েছে।