নভেম্বরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সে সফরে প্রথমবারের মতো কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনসে একটি টেস্ট ম্যাচ খেলবেন সাকিব-মুশফিকরা। এর আগে ভারতে একটি টেস্ট খেললেও, ইডেনে নামা হয়নি বাংলাদেশ দলের।
গুরুত্বপূর্ণ ওই ম্যাচ মাঠে বসে উপভোগ করার জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের নবনিযুক্ত সভাপতি সৌরভ গাঙ্গুলি। কলকাতার জনপ্রিয় এ তারকা ক্রিকেটারের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছেন শেখ হাসিনা
এসময় গাঙ্গুলি আরও জানান যে, শেখ হাসিনা উপস্থিত থাকার নিশ্চয়তা দেয়ার পর এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে বোর্ডের পক্ষ থেকে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপারেও ভাবছেন তারা।
গাঙ্গুলি বলেন, ‘এখন আমরা যেহেতু শেখ হাসিনার নিশ্চয়তা পেয়েছি, এবার (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী) মমতা দিদি’র নিশ্চয়তার জন্য অপেক্ষা করবো। এছাড়া আমি কেন্দ্রেও আমন্ত্রণ পাঠাবো। আমি এখনও প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদি) উদ্দেশ্যে কিছু লিখিনি, কারণ সে অনুমতি এখনও পাইনি। শিগগিরই এর ব্যবস্থা হয়ে যাবে।’
এদিকে আয়োজনটাকে আরও বর্ণিল ও বড় করার জন্য দারুণ একটি উদ্যোগ নিচ্ছেন গাঙ্গুলি। ২০০০ সালে ভারতের বিপক্ষেই নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। গাঙ্গুলির ইচ্ছে, সেই ম্যাচের দুই দলের খেলোয়াড়রাও উপস্থিত থাকবেন আসন্ন ইডেন টেস্টে।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিতে অনুরোধ করবো, তারা যেন ২০০০ সালের সেই দলের সকল খেলোয়াড়দের আমন্ত্রণ জানায়। একই সঙ্গে ভারতের সেই দলের খেলোয়াড়দের উপস্থিত থাকার বিষয়টিও দেখবো আমি।’
ভারত সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। যার দ্বিতীয়টি হবে ইডেনে, আগামী ২২ নভেম্বর থেকে।