২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩২
শিরোনাম:

কলাপাড়ায় ঐতিহ্যবাহী রাস মোল ও গঙ্গা¯œান উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  ঐতিহ্যবাহী শ্রী কৃষ্ণের রাস মোল ও গঙ্গা¯œান উৎযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের আঙ্গিনায় যুব কমিটি এ সভার আয়োজন করে। রাস মোল উৎযাপন কমিটির আহব্বাহক ও যুব কমিটির সভাপতি হীরা হাওলাদার
স্বপন’র সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন, যুব কমিটির সম্পাদক বিকাশ দাস, সহ-সম্পাদক উত্তম কুমার হাওলাদার, সহ-সভাপতি অসিম দাস, দিবাকর রায় জন্টু, অর্থ সম্পাদক বিপ্লব বিশ্বাস,সেবক মিত্র,
সুজন শিকদার প্রমুখ।

এ সময় যুব কমিটির অন্যান্য নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন। বক্তারা পঞ্জিকার উদ্ধৃতি দিয়ে বলেন, আগামী ১১ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬ টা ১৭ মিনিটে পূর্নিমা শুরু হওয়ার আগমুর্হুতে অধিবাস ও মন্দিরে ১৭ জোড়া যুগল প্রতিমা স্থাপন করা হবে। আর পূর্নিমা থাকবে পরদিন মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ২৭ মিনিট পর্যন্ত। মুলত মঙ্গলবার সূর্য ওঠার সাথে সাথেই কুয়াকাটার সমুদ্রে গঙ্গা ¯œান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কলাপাড়া পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের আঙ্গীনায় ৫ দিন ব্যাপী রাস মেলার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী সমাবেত হয়। মেলা সামাল দিতে মোতায়ন করা হয় র‌্যাব, পুলিশসহ আইন শৃঙ্খলাবাহীনি
সদস্যদের।