জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বিরোধী দল হিসেবে আমরা বরাবরই বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযান একটি যুগান্তকারী পদক্ষেপ। শুদ্ধি অভিযান অব্যাহত রাখতে হবে। সেইসঙ্গেই অভিযানের গতি বাড়াতে হবে।
রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় কাদের বলেন, সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের যে সকল চুক্তি সম্পাদিত হয়েছে তাতে দেশদ্রোহীতার কিছু নেই। পক্ষান্তরে ভারতের পক্ষে যেসব চুক্তি হয়েছে তার কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশই বেশি লাভবান হবে।
তিনি বলেন, বুয়েটে আবরার হত্যার যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এর বিচার যেন কোনভাবে কেউ বিতর্কিত করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। যেন ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কেউ ঘটানোর দুঃসাহস না পায়।