২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৪
শিরোনাম:

অবৈধ সম্পদ অর্জনের দায়ে লোকমান ও সেলিমের বিরুদ্ধে দুদকের মামলা

৪ কোটি ৩৪ লাখ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এবং অনলাইন ক্যাসিনো ব্যবহার হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছ দুদক। রোববার (২৭ অক্টোবর) এ মামলা দায়ের করা হয়। চ্যানেল২৪

গত ২৬ সেপ্টেম্বর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকেমানকে গ্রেপ্তার করে র‌্যাব। আর টেন্ডারবাজি ও অস্ত্র চোরালানের অভিযোগে ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিলো সেলিম প্রধানকে।

এদিকে, দুদকের মামলায় সাত দিনের রিমান্ড দেয়া হয়েছে ক্যাসিনো ব্যবসা ও যুবলীগ নেতা জি কে শামীম এবং খালেদ মাহমুদ। রিমান্ড শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আল মামুন এ আদেশ দেন।