রাজধানীর গুলশানে বিশিষ্ট শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।বাসায় ক্যাসিনো সামগ্রী, মদের বোতল, সিসা. তা খাওয়ার সরঞ্জাম পেয়েছে ডিএনসি।এছাড়া বাড়ির ছাদে মিনি বারের সন্ধান পেয়েছেন অভিযান চালানোকারী কর্মকর্তারা।
রোববার বিকেল সাড়ে ৪টা থেকে গুলশান-২ এর ৫৭ নম্বর সড়কের ১১/এ ও ১১/বি নম্বরস্থ দুটি বাড়িতে ডিএনসির অতিরিক্ত পরিচালক ফজুলুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলছে।
ডিএনসির সহকারী পরিচালক (উত্তর) মোহাম্মদ খুরশিদ আলম বলেন, অভিযান চলছে। শেষ হলে বিস্তারিত জানানো হবে।