কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০১নভেম্বর।। দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ দরবার হলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ
মহিববুর রহমান মহিব এমপি।
উপজেলা নির্বাহি অফিসার মুনিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জালাল আহমেদ। আলোচনা সভা শেষে যুবদের মাঝে চেক ও প্রশিক্ষন সনদপত্র বিতরণ করা হয়।