৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩০
শিরোনাম:

ভয়কে জয় করতে না পারলে সামনে এগিয়ে যাওয়া যায় না : প্রধানমন্ত্রী

সোমবার সকালে মন্ত্রিপরিষদ বৈঠকে ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। সভায় ভারত-বাংলাদেশের ম্যাচ প্রসঙ্গ উঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, শুরুটা আমাদের ভালোই হলো। প্রথমবার ভারতের বিরুদ্ধে জিতলাম। তিন বিভাগে তারা ভালো করেছে। ভারতের মত দলকে ১৪৮ রানে আটকে দেয়াটা দারুণ ব্যাপার ছিল।

এই জয়ে ক্রিকেট দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এর আগে রোববার এই জয়ের পর এক বার্তায় কৃতিত্বপূর্ণ এই জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টি-টোয়েন্টি ক্রিকেটের ঐতিহাসিক ম্যাচটিতে ৭ উইকেটের বড় ব্যবধানেই জিতেছে টাইগাররা। স্বাগতিকদের করা ১৪৮ রানের জবাবে বারবার ম্যাচের ভাগ্য দুলেছে। দুর্দান্ত ফিনিশিংয়ের ম্যাচে বাংলাদেশ জিতেছে একদম শেষ ওভারে গিয়ে।

সময় টিভি