শহরের বাবুরাইলের তাঁতীবাজারে ৪ তলা ভবন ধসের ঘটনায় চলছে উদ্ধার অভিযান। তবে ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও আটকা পড়া শিশুটিকে এখনো উদ্ধার করা যায়নি। সূত্র: যমুনা টিভি
রাতভর অভিযানের পর সকালে ফের উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
পুলিশ জানায়, রোববার বিকেলে বিকট শব্দে হেলে পড়তে শুরু করে ৪ তলা ভবনটি। স্থাপনাটি ধীরে ধীরে পুরোপুরি ধসে যায়।
গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে শোয়েব আহমেদ নামে এক ছাত্রকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।