৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০২
শিরোনাম:

অনুষ্ঠানের নিরাপত্তার পুরো দায়িত্ব ছিল কিশোর আলোর ব্যর্থতায় নাঈমুল আবরারের মৃত্যু : অধ্যক্ষ শামীম ফরহাদ

বুধবার দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ  সাংবাদিকদের এ কথা বলেন। সময় টিভি

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রেসিডেনসিয়াল স্কুলের সাবেক শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। নাঈমুল আবরারের নিহতের ঘটনায় সাময়িকীটির সম্পাদক আনিসুল হকসহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

১ নভেম্বর শুক্রবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে প্রথম আলো পত্রিকার সহযোগী প্রতিষ্ঠান কিশোর আলোর জন্মদিনের অনুষ্ঠান দেখতে এসে নাঈমুল আবরার রাহাত নামে এক কিশোর বিদ্যুতায়িত হয়ে মারা যায়। রাহাত মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।