৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৬
শিরোনাম:

কৃষকদের ক্ষতি করে শিল্পায়ন করবে না সরকার : প্রধানমন্ত্রী

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার দুপুরে কৃষক লীগের দশম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষক লীগের সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কৃষকদের অধিকারকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। সূত্র: যমুনা টিভি

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প নেয়ার সময়ও কৃষকদের অগ্রাধিকার দেয়া হয়। দেশের একখণ্ড জমিও অনাবাদি থাকবে না। কৃষকের টাকা বিতরণে যে অনিয়ম না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। গত ১১ বছরে কৃষিখাতে ৬৫,৫৭১ কোটি টাকা ভতুর্কি দেয়া হয়েছে। উন্নত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।