৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১২:০০

আন্টি ডাকে ক্ষেপেছেন স্বরা, ৪ বছরের শিশুকে অশ্লীল গালিগালাজ

স্বরা ভাস্করকে আন্টি বলে ডেকে ফেলে ৪ বছরের এক শিশু। বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় স্বরাকে আন্টি বলে ডাকায় ওই শিশু শিল্পীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন স্বরা ভাস্কর। ঘটনা প্রকাশ্যে আসার পর পালটা আক্রমণ করা হয় বলিউড অভিনেত্রীকে। – জি ২৪

সম্প্রতি স্বরা ভাস্করের একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, একটি কমেডি শো-তে হাজির হয়েছেন স্বরা। সেখানে তিনি বেশ রসিয়ে বলতে শুরু করেন, কোন একটি দক্ষিণী বিজ্ঞাপনের শ্যুটিং করছিলেন তিনি। সেখানে ৪ বছরের এক শিশু তাকে আন্টি বলে ডাকে। যা শুনে ক্ষেপে যান স্বরা। ওই শিশুকে এরপর অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করেন ভিরে দি ওয়েডিং-এর অভিনেত্রীকে। শুধু তাই নয়, ওই শিশুকে শয়তানের বংশধর বলেও উল্লেখ করতে শোনা যায় স্বরাকে।

৪ বছর এক শিশুকে কীভাবে অশালীন ভাষা প্রয়োগ করে গালাগালি দেয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। পাশাপাশি স্বরা ভাস্করকে এখন থেকে গোটা দেশে আন্টি বলে ডাকা হবে বলেও মন্তব্য করতে শুরু করেন অনেকে। এই ঘটনার পর স্বরা ভাস্করের বিরুদ্ধে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে অভিযোগ দায়ের করা হয়।