৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০০

কলাপাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় খেপুপাড়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স স্টেশনে জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নিনির্বাপক কাজে নিয়জিত নতুন সংযোজন’র গাড়ি নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়কে মহরা প্রদর্শন করা হয়। এসময় স্টেশন অফিসার মো.আবুল হোসনসহ গনমাধ্যমকমীরা উপস্থিত ছিলেন।