২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৩
শিরোনাম:

বাংলাদেশ-ভারত ম্যাচে ‘সুখবর’, মেঘমুক্ত রাজকোটের আকাশ

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দিল্লির দূষণকে বুড়ো আঙুল দেখিয়েছে বাংলাদেশ। দিল্লির ভয়াবহ দূষণের মধ্যে স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে ১-০তে এগিয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। সিরিজ নিশ্চিত করতে রাজকোটে আছে বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। তবে সুখবর পেলো বাংলাদেশ-ভারত। মেঘ সরে রৌদের আলো পড়েছে রাজকোটে।

এর আগে বুধবার রাতে তীব্র ঘূর্ণিঝড় ‘মহা’ গুজরাটের স্থলভাগে প্রবেশ করেছে। অবশ্য আরব সাগরেই ঘূর্ণিঝড়টি শক্তিক্ষয় করেছে। রাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি। গুজরাটের রাজকোটে ঝোড়ো বাতাসের দাপট কমলেও, ভারী বৃষ্টিপাত হয়েছে রাতভর। এমন পরিস্থিতিতেও বাংলাদেশ-ভারতের ম্যাচ নিয়ে আশা জেগেছে। বৃহস্পতিবার ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। তার আগে বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই দাবি করছে স্থানীয় গণমাধ্যমগুলো।

আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা অ্যাকুওয়েদার জানাচ্ছে, বৃহস্পতিবার দিনভর কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে রাজকোটের আকাশ। তবে সন্ধ্যার দিকে মেঘ কমা শুরু করবে।

এদিকে বুধবার রাতের বৃষ্টির কারণে সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের আউট ফিল্ড পুরোটাই ঢেকে রেখেছিলো কর্তৃপক্ষ। সকালে সাড়ে ১০টার দিকে এক টুইট পোস্টে মাঠের রৌদ্রজ্জ্বল ঝকঝকে একটি ছবি পোস্ট করা হয়েছে। স্টেডিয়াম কর্তৃপক্ষ ম্যাচটি আয়োজন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

পিচ কিউরেটর মানসুকভাই টেরাইয়া টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমাদের উন্নত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। সঙ্গে অভিজ্ঞ গ্রাউন্ড স্টাফও রয়েছেন। তারা যেকোনও জরুরি অবস্থায় দায়িত্ব নিতে সব সময় প্রস্তুত থাকেন। আমরা প্রার্থনা করছি যাতে বৃষ্টিপাত কমে যায়।’

যদিও ব্যাটিং সহায়ক উইকেট হিসেবে খ্যাত রাজকোটের এই মাঠে বৃষ্টির জন্যই রান তুলতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পিচ কিউরেটর যোগ করেন, ‘অতিরিক্ত বৃষ্টির কারণে আউট ফিল্ড ভেজা থাকার সম্ভাবনা থাকে। সে কারণে রান কম হতে পারে।’