২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১০:৪২

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত ও বগিতে আগুন (ভিডিও)

হসীন কবির : সিরাজগঞ্জের উল্লাপাড়া লালমনি এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত ও ৩টি বগিতে আগুন লাগার ঘটনা  ঘটেছে।এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা  ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় সূত্র জানায়, লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে অপর তিনটি বগিকে ধাক্কা দেয়। এতে ইঞ্জিনে আগুন ধরে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।https://www.facebook.com/lalmoni.expresss/videos/556323871846927/?t=0

সময় টিভি, চ্যানেল২৪ ও বাংলানিউজ