চালের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে চাল কল মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার (১৭ নভেম্বর) সকালে খাদ্য ভবনে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, সারা দেশে বাজার পর্যবেক্ষণ করে কারা কারা ধান সংগ্রহের এজেন্ট হবে তাও নির্ধারণ করা হচ্ছে। কৃষক যাতে ধানের ন্যায্য দাম পায় তা মাথায় রেখে কাজ করার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।
বৈঠকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক চালের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।