২২ বছরের সেই ভক্তের নাম সুরজ বিস্ত। উত্তরাখণ্ডের বাসিন্দা। একজন পাচক হিসেবে স্থানীয় হোটেলে কাজ করেন। কোহলির অন্ধ ভক্ত তিনি। পিঠে রং দিয়ে লেখা ভিকে ও ১৮! মুখেও ভিকে লেখা। হাতে বিরাট কোহলির নাম লেখা ট্যাটু।
কোহলির জার্সির নম্বর ১৮, সেই কারণেই এই প্রীতি সুরজের। পিঠে তারকা ক্রিকেটারের নাম ও জার্সি নম্বর লিখে সরাসরি তিনি কোহলির কাছে হাজির হয়েই পা ছুঁলেন।
নিরাপত্তারক্ষীদের কোহলি অনুরোধ করেন, যাতে সুরজকে কোনোভাবে মারধর করা না হয়! এরপর কোহলি ভক্তের কাঁধে হাত রেখে তার সঙ্গে কথাও বলেন। ভক্তের প্রতি কোহলির এমন ব্যবহার দেখে আপ্লুত নেটিজেনরা।
Nothing To Say😍💥
Next Level Fanism😎🙏🏻
And King Kohli Caring Towards His Fan😭❤️U N B E L I E V A B L E🔥#ViratKohli #KingKohli #INDvBAN pic.twitter.com/V7yfhhoz8P
— Virat Kohli Trends™🔥 (@TrendVirat) November 16, 2019