পরিবহন ধর্মঘট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আবারো বৈঠক করবেন কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
বুধবার রাতে মন্ত্রীর নিজ বাসভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবারও এ বিষয়ে বৈঠক হয়েছিল। কিন্তু বিষয়টি অমীমাংসিত থেকে যায়। এ কারণে মন্ত্রী আজ পরিবহন মালিক-শ্রমিক নেতাদের নিয়ে আবার বৈঠকে বসবেন। এবার হয়তো বৈঠক ফলপ্রসূ হবে এবং কোনো সিদ্ধান্ত আসতে পারে ।’
এদিকে নতুন সড়ক আইন সংশোধনসহ নয় দফা দাবিতে কর্মবিরতিতে আছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক সমিতি।
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলেন, ‘যে আইন করা হয়েছে তাতে গাড়ি চালানোর অবস্থা নেই। মামলা কিংবা জরিমানার টাকা গুণতে গেলে আমাদের পথে বসতে হবে। এ জন্য অনেকে গাড়িও চালাতে চাচ্ছে না।’