আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বেলা ১টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম কংগ্রেসের সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, দুর্নীতি মামলায় খালেদা জিয়া সাজা ভোগ করেছেন আর নেলসন ম্যানেন্ডা দেশের স্বাধীনতারা জন্য কারাভোগ করেছেন। নিকৃষ্ট খালেদা জিয়ার সঙ্গে ম্যান্ডেলার তুলনা করা যায় না। একই সঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার সরকারের সময় ২১ আগস্ট বোম হামলার ঘটনা ঘটেছে। তার ছেলে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী। অথচ এরকম এক ব্যক্তির সঙ্গে ম্যান্ডেলার তুলনা করছে বিএনপির নেতাকর্মীরা।