৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৭
শিরোনাম:

গণতন্ত্রে সরকারের অনুমতি নিয়ে কোনো সভা-সমাবেশ করতে হয় না : কাদের সিদ্দিকী

সরকারকে অবহিত করতে হয় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম।

তিনি মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন।

এ সময় কাদের সিদ্দিকী বলেন, আজকে সবচেয়ে বড় দূর্বলতা হচ্ছে গনতন্ত্রে মানুষের কোন মুল্য নেই। মানুষ কি ভাবছে, না ভাবছে; সে দিকে সরকারও পরোয়া করে না বিরোধী দলও পরোয়া করে না।

তিনি বলেন, আজ দেশে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। সরকার যেভাবে চলা দরকার সেভাবে চলতে পারছে না। প্রধানমন্ত্রী একটি মারাত্মক চাপের মুখে আছেন। প্রধানমন্ত্রী দক্ষ হলেও তার আশে পাশে যারা আছেন তারা মোটেই যোগ্য নয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসারত মুক্তিযোদ্ধার সাটিফিকেট চিকিৎসক কর্তৃক ছিড়ে ফেলার পাঁচ দিনেও ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় তিনি হতাশা প্রকাশ করেন। অভিযুক্ত ডাক্তারকে যারা রক্ষা করতে চাইবে তারাই ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক ও জেলার সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম রফিকসহ অনেকে। সম্পাদনা:জেরিন মাশফিক