৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৪
শিরোনাম:

র‌্যাব-পুলিশ দিয়ে দমন করা যাবে না, রাজপথে মিছিল হবে : রিজভী

সুপ্রিম কোর্টের সামনে পুলিশের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মামলা দায়েরের নিন্দা জানিয়েছে বিএনপি।

বুধবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, যদি দেশে গণতন্ত্র থাকে তাহলে রাজপথে অন্যায়ের বিরুদ্ধে মিছিল হবে, এটা সাংবিধানিকভাবে স্বীকৃত, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে সেই মিছিল করেছে গতকাল।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনি ৫০১ জনের বিরুদ্ধে মামলা করেছেন, আর প্রখ্যাত মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতকে রাতের অন্ধকারে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করেছেন। এতো আতঙ্ক, এতো ভয়, এতো গ্রেপ্তার, এতো মামলার পরেও আমরা কথা বলি, আমরা রাজপথে দাঁড়াই। আমাদেরকে আপনি দমন করতে পারবেন না। আপনি আরও র‌্যাবের সংখ্যা বৃদ্ধি করতে পারেন, পুলিশের সংখ্যা বৃদ্ধি করতে পারেন, তারপরেও জাতীয়তাবাদী শক্তিকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়া পল্টনের কার্যালয়ের নিচতলায় বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের উদ্যোগে এ রক্তদান কর্মসূচি আয়োজন করে।