প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৩০ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনে এ কথা বলেন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, খুনি ও স্বাধীনতা বিরোধীদের পুরস্কৃত করেছিল বিএনপি। বিএনপি ভোট ডাকাতি করে ক্ষমতায় গিয়েছিল, তাই নির্বাচন নিয়ে প্রশ্ন তাদের মুখে সমালোচনা মানায় না।
এর আগে ১১টার দিকে সম্মেলনস্থলে আসেন প্রধানমন্ত্রী। এরপর জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ সভাপতি। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।