২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৮
শিরোনাম:

ক্রিকেট বলকে ফুটবলের মতো লাথি ম্যারে বাউন্ডারিতে পাঠিয়ে ভাইরাল (ভিডিও)

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অজি ব্যাটসম্যানদের রাজত্বে রান চাপায় পড়ছে পাকিস্তান। বোলাররা তো সুবিধা করতে পারেইনি অন্যদিকে ফিল্ডিংও ছিলো দৃষ্টিকটু। বাউন্ডারি বাঁচাতে গিয়ে তো ক্রিকেট বলকে ফুটবলের মতো লাথি মেরে সীমানা ছাড়া করালেন পেসার শাহীন শাহ আফ্রিদি। তার এই ফিল্ডিংয়ের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।

অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। দিনের শেষে মাত্র এক উইকেট হারিয়ে ৩০২ রান তুলেছে স্বাগতিক দল। ব্রিসবেনের মতো এই টেস্টেও শতরান এসেছে ডেভিড ওয়ার্নার ও মার্নাস ল্যাবুশ্চানের ব্যাট থেকে। বৃষ্টির জন্য দিনের ৯০ ওভারের কোটা পূর্ণ হয়নি। খেলা হয়েছে সাকুল্যে ৭৩ ওভার। কিন্তু তাতেই পাক বোলারদের পিটিয়ে তিনশোর গন্ডি টপকে গিয়েছেন অজি ব্যাটসম্যানরা।

অ্যাডিলেড ওভালে প্রথম দিনেই মিস ফিল্ডিং করেন আফ্রিদি। বল তাড়া করতে গিয়ে তা লাথি মেরে বাউন্ডারিতে পাঠিয়ে দেন তিনি। ধারাভাষ্য দিতে থাকা ওয়াসিম আকরাম এই রকম ফিল্ডিংয়ের সমালোচনা করে বলেন, ‘শাহিন শাহ যেনো ফাইন লেগে ঘোরের মধ্যে ছিলো। ইয়াসির শাহ ও শান মাসুদ যেনো হাই তুলছিলো। এটাই পাকিস্তান ক্রিকেটের সমস্যা। ফিল্ডারদের উচিত বলটা লক্ষ্য করা।’

ওয়ামিসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহিনের ফিল্ডিংয়ের সমালোচনা করেছেন আরও অনেকে। একজন লিখেছেন, ‘আফ্রিদির মনে হয় গোলাপি বলটা দেখতে অসুবিধা হচ্ছে।’