৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৪
শিরোনাম:

বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল অব্যাহত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত কক্ষে হট্টগোল অব্যাহত রেখেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে মেডিকেল বোর্ডের প্রতিবেদন দেওয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করলে বিএনপিপন্থিরা হট্টগোল শুরু করেন।

তাদের হট্টগোলের এক পর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চ এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। কিন্তু আইনজীবীরা আদালত কক্ষ ছেড়ে যাননি।

বিরতির (১১ টা থেকে সাড়ে ১১ টা) পর ফের আদালত বসলে জয়নুল আবেদীন শুনানি করতে চান। কিন্তু আদালত তাতে সায় দেননি। এর মধ্যে হট্টগোলের কারণে অন্য মামলার শুনানিও ব্যাহত হচ্ছে। এ সময় বিএনপিপন্থি ২/১ জন সিনিয়র আইনজীবী আদালত কক্ষ থেকে বের হতে চাইলে জুনিয়রদের বাঁধার মুখে পড়েন।