২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪১
শিরোনাম:

নাচ থামানোয় নর্তকীকে গুলি (ভিডিও)

বিয়ে বাড়িতে মদের গ্লাস হাতে নর্তকীর নাচে মত্ত উপস্থিত অনেক পুরুষ। হুট করে নাচে ছন্দপতন। নাচ থামতেই মাথায় যেন রক্ত উঠে গেল তাদের। নর্তকীকে ফের নাচার হুমকি ‍দিলেন তারা। যেন তেন হুমকি নয়, না নাচলে গুলি করার হুমকিও দেন তারা। যে কথা সেই কাজ, নর্তকী আর নাচতে রাজি না হওয়ায় তাকে ঠিকই গুলি করে দিলেন মদ্যপ এক পুরুষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়, দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের চিত্রকূট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নর্তকীকে গুলির ঘটনায় এক মিনিটের একটি ভিডিও সম্প্রতি গণমাধ্যমের সামনে এসেছে।

ভিডিওটিতে দেখা গেছে, এক নর্তকীর দল নাচছিল। হঠাৎ করে দুই নর্তকী নাচ থামিয়ে দেন। নাচ উপভোগ করাদের মাঝ থেকে এক পুরুষ বলেন, নাচ থামলে গুলি চলবে। সঙ্গে সঙ্গে আরেকজন বলেন, ‘সুধীর ভাই আপনি গুলি চালিয়েই দিন।’

এ কথা শেষ হতে না হতেই এক নর্তকীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এমন হুট করে গুলি চালিয়ে দেওয়ায় উপস্থিত অনেকেই হতবাক হয়ে গেছেন।

উত্তরপ্রদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা অঙ্কিত মিত্তল জানিয়েছেন,ভিডিও ফুটেজ দেখে আততায়ীর খোঁজ চলছে।

https://www.youtube.com/watch?v=taFv5VSCx8M&feature=emb_logo

Loading